কবিতাঃ শূন্য হয়ে যাই

তোমার থেকে আলাদা হতেই
শূন্য হয়ে যাই।
কি অদ্ভুত !  
আমার প্রতিটা পথ একই সীমারেখায়
শূন্যতায় গিয়ে মেশে।
রঙিন জলফড়িংয়ের ডানা বিশীর্ণ হয়,  
হিম হিম কুয়াশার সকাল হয়ে ওঠে
গুমোট  ; বিষণ্ণ।
তোমার থেকে আলাদা হতেই ভরদুপুরে
বয়স্থ সন্ধ্যা নামে ;
টুকরো টুকরো মেঘ তোলে
বৃষ্টির স্লোগান।
তোমার থেকে আলাদা হতেই
স্বপ্নহীন দীর্ঘ সমুদ্দুর,  কোত্থাও কেউ নেই।

এই যে দ্যাখ -- আমার চোখ জুড়ে
বিবশ পাখির আর্তচিৎকার।
শরীরের দেয়ালে অবহেলার শ্যাওলা ; অনুজীব্য।
আমি দৃশ্যহীন হয়ে যাই,  আমি দৃশ্যহীন হয়ে যাই।
তোমার থেকে আলাদা হতেই আমি শূন্য হয়ে যাই।

আমার মাঝে আজ প্রকৃতি নেই,  
আর্দ্রতা নেই,  শিশিরের আঁকিবুকি নেই,
ঋতু নেই,  বসন্ত নেই।
চারদিকে কেবল শোকের জায়নামাজ।
শূন্যতা,  শূন্যতা।
তোমার থেকে আলাদা হতেই
মহাশূন্যের শূন্যতা,  
শূন্যতার ভেতরে শূন্যতা,  
একটা আস্ত শূন্যতায় আমি।

S.I ZITU