কবিতা -  শূন্যের অস্পর্শী

কখন আসবে তুমি,  অস্পর্শী?
অনতিদূরে বর্ষণ
আমি ভিজে যাচ্ছি
আমার পা স্পর্শ করছে জল ;
ক্রমেই বাড়ছে।
এভাবে চলতে থাকলে আমি ডুবে যাবো।

ওদিকে গোধূলি জেগেছে
নামছে অন্ধকার
আমার ভেতর আমি মরে যাচ্ছি
বাঁচার আকুতি নিয়ে  খুঁজছি মানুষ
কখন আসবে তুমি,  অস্পর্শী?

আকাশের পরিসর জুড়ে মেঘের উত্থান।
ব্যা-করণ এ কেবল অক্ষর- মালার আর্তচিৎকার ;
শব্দ-শূন্যতা নিয়ে পড়ে থাকে অভিধান।
একাকিত্বের  শিরোপা নিয়ে হাঁপিয়ে উঠেছি।
কবে আসবে তুমি,  অস্পর্শী?

বহুকাল হলো আগুন ছোঁয়নি মাটি
বক্ষ-গৃহের পাটাতনে আছড়ে পড়েনি উষ্ণ নিঃশ্বাস ;
মানুষের ওম অনুভব করেনি মানুষ!

কখন আসবে তুমি,  অস্পর্শী?
কবে আসবে?