কবিতা-- অভিশাপ দেবো না
অভিশাপ দেবো না তোমাকে,
তবে খুব করে চাইবো --
তোমার চোখেও অপেক্ষা বসুক
যেভাবে আমার চোখে বসেছে।
তোমারও মন ভাঙ্গুক,
হৃদয়ে রক্ত ঝরুক
কান্নারা মিশে যাক বাতাসে।
অভিশাপ দেবো না তোমাকে।
তোমারও দীর্ঘশ্বাসে ফুলে উঠুক বুক ;
পাঁজরের দেয়ালে দেয়ালে চিৎকারগুলো
মুখ থুবড়ে পড়ে থাকুক।
রাত্রির নৈঃশব্দ্য জাগিয়ে রাখুক ঘুমহীন চোখ।
প্রিয় মুখটিকে দেখার জন্য
তোমারও হৃদয় ছিঁড়ে যেতে থাকুক।
কন্ঠনালী শুকিয়ে আসুক জমা পড়া কথার
শব্দহীন ধ্বনির দহন তাপে।
বেদনারা উশৃংখল হয়ে উঠুক।
বেদনারা উশৃংখল হয়ে উঠুক।
অভিশাপ দেবো না তোমাকে।
ভীষণ একাকিত্বের আতিথেয়তা নিয়ে
তুমিও হাতড়ে বেড়াও স্মৃতি ;
এক টুকরো সুখ স্মৃতি।
তোমারও তীব্র আকুলতা সমেত
চোখের জলে ভেসে উঠুক ভালোবাসার অবয়ব।
একটা অদ্ভুত শূন্যতা
ক্ষণেক্ষণে গুমরে উঠুক ; গুমরে উঠুক।
অভিশাপ দেবো না তোমাকে।
S.I ZITU