কবিতা - অভিমান লিখে দিবো

একদিন অভিমান লিখে দিবো।
এইখানে বিষণ্ন আকাশ,  
বুনোঘাস,  শূন্যলতা।
শব্দের গায়ে
একাকিত্বের ঘ্রাণ,  
ফাঁকা রেল-স্টেশনে মুখথুবড়ে
পড়ে থাক।

এবার শীতকাল এলে তোমার বুকের উষ্ণতায় ঘুমিয়ে পড়বো!
ভীষণ প্রবল এক হৃৎপিণ্ডের মত রক্তবেগ বাড়িয়ে
বাঁচিয়ে তুলবো নিজেকে।

জানি,
তখনও মন খারাপে ক্ষণে
বুকের সাদাকালো টেলিভিশনে প্রচারিত হবে
স্মৃতির আলেখ্য অনুষ্ঠান।

আমি সেখানেই ডুবতে চাই!

শীতকাল কবে আসবে 'ভালোবাসা'?

মাঘের হিমহিম রাতে পুড়ে যাওয়া পাতার ধ্বংসাবশেষের মত দীর্ঘশ্বাস নিয়ে আর উড়বো না।

প্রিয়জন ও প্রয়োজনের পার্থক্যটা আমি বুঝে গেছি।

তবুও গহিন অরণ্যে তক্ষক ডাকে ; অপেক্ষায় থাকে।
যদি-ও বা জানে সে,
অবহেলার ধুলো উড়াতে উড়াতে,  
দুরত্বটা বাড়াতে বাড়াতে উড়ে যাবে ভাত-শালিক।

একদিন
অভিমান লিখে দিবো____
তুমি বোঝোনি!
আমি তোমাকে জয় করতে চেয়েছি,  
পেতে চাইনি।  
জয় করা ও পাওয়া কখনই এক নয়।