কবিতা-- মোমের শরীর

নির্দ্বিধায় ছুঁতে পারো --
       অতটা আমি পাথর নই,  
যতটা তুমি মনে করো!  
      আসলে আমার মোমের শরীর,  
অল্প তাপেই গলে পড়ে --
পাঁজরের হাঁড়, পেশীবহুল মাংসপিণ্ড,  বুকের খাঁচা।

সেই ভয়েতেই পাষাণ হওয়া,  
           পাহাড়, পাথর পুষে রাখা।

তুমি কি ভালোবাসা?  

তাহলে,
নির্দ্বিধায় ছুঁতে পারো --
   অতটা আমি পাথর নই,  যতটা তুমি মনে করো!

যদি দাও মায়ার কায়া,
    ঠোঁটের নিচে আদরের ছায়া ;
বন্যতাকে ভুলে গিয়ে,  
     বৈশাখ- শ্রাবণ মুছে নিয়ে
বুক পকেটে শরৎ বসিয়ে  
    ভাগ করে নেবো প্রেমের শরীর।

তুমি কি নীড় হবে?

তাহলে,
   নির্দ্বিধায় ছুঁতে পারো --
       অতটা আমি পাথর নই,  যতটা তুমি মনে করো!

S.I ZITU