কবিতা -  ধূপের ধোঁয়ায়  তোমার ঘ্রাণ

তোমাকে মনে করতে
অনেকটা দুঃখ গিলে নিতে হয় প্রতিবার
তবুও তোমাকে মনে করে
মনে করার অদ্ভুত একটা নেশা আমার।

নিজের প্রতি করুণ অপরিচর্যায়
ধ্বসে  গেছে বুকের মেদ ;
তথাপি
হাড্ডিসার এই অস্থি-পঞ্জর খাঁচায়
ঠিকঠাক বেড়েই চলছে অধিপত্য তোমার।

মাঝে সাঝেই অ্যাডামের কুৎসিত আপেলের ন্যায় আটকে যাও গলায়,
রূদ্ধশ্বাসে মৃতপ্রায় আমি শপথ করি
আর কখনো মনে করবো না তোমায়
তবুও তোমাকে মনে করে
মনে করার অদ্ভুত একটা নেশা আমার।

প্রতি সন্ধ্যায় ধূপের মত নিজেকে পুড়িয়ে
ধোঁয়ায় খুঁজি তোমার ঘ্রাণ।
অতঃপর  বাতাসে মিশে যাও,  ফুরিয়ে যাও।
যেতে যেতে চোখ পোড়াও,  কান্না জাগাও।

তোমাকে মনে করতে
অনেকটা দুঃখ গিলে নিতে হয় প্রতিবার
তবুও তোমাকে মনে করে
মনে করার অদ্ভুত একটা নেশা আমার।

S.I ZITU