কবিতা -- ছায়া আরোহী

বয়সী পৃথিবীর ভারে
আমার শরীর থেকে খসে গেছে শিশুকাল।
ছায়া আরোহী ফেরেস্তার ডানায় ফুরিয়েছে শৈশব।
ভীষণ মমতা পান করে যে পাকস্থলী
বাঁচতে শিখেছে,  ভালোবাসতে শিখেছে ;
সে পবিত্র মমতা খোয়াবের পরী হয়ে যায়।

জীবিকার অন্বেষণ
প্রতিটা "আমি" হয়ে যায় পরিব্রাজক ;
পরাজিত অভিমান নিয়ে বর্তমান হয়ে উঠে
স্মৃতি বহুল অতীত।

অপসৃয়মান জীবনের গন্ধ কেড়ে নেয় প্রিয় ঘ্রাণ।
সামান্য অবকাশেই তাই ফিরে পেতে চাই --
শিশুতোষ সন্ধ্যা,  মায়ার কোল ;
অঘ্রাণের মাঠ,  উষ্ণ বুকের আলিঙ্গন মাখা শীতকাল।

S.I ZITU