কবিতা - ব্যথার সুখ
তোমাকে কিছুতেই অতীত করতে পারছি না,
তুমি কেবল বর্তমান হয়ে যাও।
বর্তমান হয়ে ঝুলে থাকো বক্ষদেশে,
ঠোঁটের কোণে,
চোখের আরশিতে,
হৃদয়ের শার্সীতে।
এখানে দূরত্বের আগুন দাউদাউ করে জ্বলছে,
তাপ-দহন বাড়ছে, নিভছে না ;
তুমি স্মৃতির কালো ধোঁয়া হয়ে উড়ে বেড়াচ্ছো ,
আয়ুহীন বিষণ্ণ শোক নিয়ে লুকিয়ে পড়ছো নিউরনে,
চোখের ভাঁজে, ললাটের মাঝে।
তোমাকে কিছুতেই অতীত করতে পারছি না।
এদিকে পৃথিবীর ভর বাড়ছে,
বার্ধ্যক নামছে।
আমি নতজানু হয়ে পড়ছি,
অস্তমিত হয়ে পড়ছি।
কেন তুমি ফিরছো না?
এসো
পুনরায় ঝগড়া গড়ি
হৃদয়ের সামগ্রী সব ভাংচুর হোক,
তুমি ছুঁড় কাঁদামাটি,
আমি ভাঙ্গি থালা বাটি ;
এসো তবে!
রাগ, অভিমান, আফসোস সমেত
জীবনের আয়োজনে ।
এসো - তুমি আমৃত্যু বর্তমান হয়ে যাও।
তোমাকে অতীত করতে পারছি না।
S.I ZITU