কবিতা -- আমিও ভালোবাসতে চাই

আমিও দেখতে চাই,  ভালোবেসে।
দেখতে চাই --
কতটা দুঃখ পুষতে হয় ;
কতটা আগুন আকাশ উড়াতে হয়
বক্ষদেশের মহাশূন্যে।

আমিও ভালোবাসতে চাই ; ভালোবাসতে!  

কতটা রক্তক্ষরণ চোখের কোণে সমুদ্র  আঁকে ;
কতটা বেদনায় নির্ঘুম রাত হয়ে ওঠে প্রেম!
আমিও দেখতে চাই,  বুঝতে চাই ;
আমিও ভালোবাসতে চাই।

প্রিয় মুখের হাসি কেন ছন্দ আনে,  
কেন ছেড়ে যাবার কষ্টে ভেঙে যায়
   পাঁজর,  দেয়াল,  হৃৎপিণ্ড!  

কেন প্রিয় মানুষটি হয়ে উঠে -
  দুধ সাদা শিউলি, কাশবন, শুভ্র সফেদ আকাশ ;
       কেনইবা ভালোলাগার গোলাপ
                        ডুবে যায় অগ্নি লাভায়,
                 গহিনে শশ্মান জাগে ; শবদেহ পোড়ে !  

আমিও দেখতে চাই,  বুঝতে চাই।
দেখতে চাই-- ঘৃণারা কিভাবে জন্মায় ;
কিভাবে মরে যায় ব্যাকুলতা ; অস্থিরতা ; প্রেম।
আমিও ভালোবাসতে চাই,  ভালোবাসতে।

S.I ZITU