কবিতা - আমার কাছে তুমি

তোমাকে ভাবছি।
ভাবতেই চোখের কার্ণিশে
জলবিম্ব,  রোদ্র- ছায়ার খেলা।
গহীনে নদীর পাড় ধসছে গড়ে উঠছে  অনন্ত ওপার।
এর বেশি চাই না কিছু
এর বেশি গভীরতার নেই প্রয়োজন।

জানি তোমাকে আমি পাইনি মোটেও
তবুও না পাওয়ার মাঝে যতটুকু পেয়েছি
তাতেই বেশ আছি,  ভ্রান্তি মেঘে ভেসে থাকার মত একান্ত সুখ নিয়ে উড়ছি লঘিমা দ্রাঘিমায়।

যদি-ও-বা
চারিদিকে ব্যার্থতার বালিয়াড়ি ;
খাঁ খাঁ দহন আর কল্পনার অস্পষ্ট অরূপ নিয়ে  
শব্দহীন খসে যাচ্ছে সময়।
তবুও
সর্বস্বান্তের আধিপত্য প্রত্যহ আমাকে নিয়ে চলে তোমার পথে।
উন্মার্গগামী রক্তের ঢেউ স্পর্শ করে হৃৎপিণ্ড।

আমার কাছে তুমি ক্রমাগত ভীষণ অসুখ ;
রোদময় দুপুর গিলে নেয়া করুণ কুয়াশা।
দ্যাখ -- বুকের তলদেশ,  
এখানে এখন অপার শূন্যতা।

s.i zitu