কবিতা - আমার একজন প্রেমিকা থাকুক
ভীষণ ইচ্ছে করতো
আমারও একজন প্রেমিকা থাকুক
কলেজ করিডোরে কিংবা আসা যাওয়ার পথে
আমার চোখেও কেউ চোখ রাখুক।
অদ্ভুত সব বায়না, শাসন-বারণ,
অভিমান নিয়ে
নিষ্কণ্টক উদ্বিগ্নতার সাথে
কেউ আমাকেও ভালোবাসুক।
প্রিয় রঙের মানিব্যাগ কিংবা পছন্দের পারফিউম
অথবা
ছোট থেকে ছোট কোন উপহার দেবার জন্য
যতসামান্য টিফিনের টাকা থেকে
একটু একটু করে
আমার জন্যেও কেউ সঞ্চয় করুক
ভীষণ ইচ্ছে করতো
আমারও একজন প্রেমিকা থাকুক।
তার কন্ঠস্বর আমার অপেক্ষার অবসান ঘটাক ;
নির্জলা দুপুরে বিশীর্ণ প্রাণে রঙ ছড়াক
তার হাসিতে নক্ষত্রের ফুল ঝরুক,
মন কেমনের দীর্ঘশ্বাস উড়ুক
না পাবার ভয় ; হারাবার আতংক আসুক
তবুও আমার একজন প্রেমিকা থাকুক।
একটিবার শুধু একটিবার আমাকে ভালোবেসে
না হয় সে অন্যের হয়ে যাক
এ বুকে ব্যথা ছড়াক।
বিশ্বাস ঘাতিনী, হৃদয়হীনার শিরোনাম নিয়ে
তার বিরহ একান্ত আমার হোক
যৌবন ফুরাক, বার্ধক্য আসুক
তবুও আমাকে কেউ ভালোবাসুক।
ভীষণ ইচ্ছে করতো
আমারও একজন প্রেমিকা থাকুক
Shohidul Islam Zitu