কবিতা - একটা তুমি-হীনতা
আমার ভেতর একটা "তুমি-হীনতা"
অদ্ভুত নির্জনতা নিয়ে শুয়ে আছে।
দ্যাখো,
আলোর শরীর, কত কোলাহল
তবুও আমার ছায়ার পাশে
একান্ত আমার হয়ে কেউ নেই।
দাঁড়ায়নি কখনও ।
পাঁজরের দাঁড়ে অর্থহীন শব্দের মত
বেদনারা বেজে ওঠে ;
মানুষের বুকে কেবল প্রত্যাখ্যানের সুর।
নিদাঘ- রাত জুড়ে
জনশূন্য রাস্তার নিস্তব্ধতা নেমে আসে।
শুকনো পাতার মত অনন্তকাল ধরে
হামাগুড়ি খাচ্ছি ;
ধুলোয় , অবহেলায়।
প্রচন্ড শীতেও
আমাকে কেউ দু'হাতে জড়ো করে সঞ্চয় করেনি, পোড়াবে বলে।
আফসোস
আমাকে পোড়াবারও কেউ নেই।
কথারা মূক হতে হতে শব্দহীন হয়ে গেছে সেই কবে
এখানে এখন কেবল মৃত্যুরা পড়ে আছে।
আমি ঠিক বসে থাকি নিজের ছায়ার সাথে
স-করুণ আঘাতে।
দ্যাখো,
আমার ভেতর একটা "তুমি-হীনতা"
অদ্ভুত নির্জনতা নিয়ে শুয়ে আছে।
s.i zitu