অলস দুপুরে একলা সকালে শুধু ভাবি তোরি কথা
ভোরের শিশিরে আবছায়া মন সত্য কাহনে গাথাঁ
ক্লান্ত এ মন চাইছে এখন শুধু তোর একটু দেখা
আসবি কি না বল? গহীনে আমার!
এ মন যে আজ বড্ড একা
চঞ্চল মন করিছে গাহন ভোলেনি তোর ছায়া
নিশ্চল সে ছায়া রহিছে পড়িয়া
মেলেনি তোর দেখা
অবসাদ হৃদয় শুধু চেয়ে রয় বাস্তবতার ভিরে সে যে সত্যি বড্ড একা
নিশ্চুপ সব স্মৃতি আজ শুধুই কল্পকথা।