গ্রহণ করবে আমার আমন্ত্রণ?
কোনো এক হেমন্তের সন্ধ্যায়
নদীর কিনারে বসে দুজনে
হাজারো রং-বেরঙের সুখ-দুঃখের গল্পের রসনায় ডুবে দুজনে
কিচিরকিচির শব্দে নীরে ফেরার পাখিদের পানে চেয়ে নিজেদের কুঁড়েঘর বোনার স্বপ্নে বিভোর হয়ে।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে কান যখন ঝাঝানো শুরু করে তখন যেন ঘোর ভাঙে।
বোধ করি হেমন্তের এই শীতল বাতাস শরীরে হীম লাগায়।
সাঁঝের আধো আলো আধো আঁধারে দূরের প্রতিচ্ছবিটা ঝাপসা হয়ে আসে।
তবুও কি এক মায়া! মনের মধ্যে কি যে ঢেউ খেলে।
হাজারো ভালো লাগার ভিরে চোখের কোণে বিস্বাদের অশ্রু কণা।
আচ্ছা!বলতে পারে,হেমন্তের সন্ধ্যাটা এতো অদ্ভুত কেন?
এতো মায়াময়ী তবুও কোথায় যেন একটা দীর্ঘশ্বাস মিশে আছে এই বেলায়।
আচ্ছা!একটু দীর্ষশ্বাস কি তোমার অবধি পৌঁছায়?
অনুভব কি করতে পারো এর কারণ?
না না থাক, বিস্বাদের কথা আজ তোমায় শুনোবো না।
শুধু এই সন্ধ্যার মায়া টুকু নিজের মনে মেখে সুখ স্মৃতি টুকু রেখে দিব মনের কোটরে।
কি ভাবছো?
করবে না গ্রহণ আমার আমন্ত্রণ?