প্রচণ্ড কষ্টে শোকে পাথর হয়ে যাওয়া মানুষটাকে দেখেছ কখনও?
না দেখবে কি করে অন্তর কি দেখা যায়?
চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সে অন্তর টা
যার ভিতরটা চৈত্রের ক্ষরা মাটির মতো খাঁ খাঁ করে
এক ফোঁটা  পানির  জন্য
প্রচণ্ড তৃষ্ণায় ক্লান্তিতে হা হা কার করে
সেই হা হা কার কি শুনা যায়?
খরায় শুকিয়া যাওয়া চেখের মণি কোণায় জ্বলতে থাকা আগুনের স্ফূলিঙ্গ টি তোমরা কিন্তু ঠিকই টের পাও।
কি ভাবো?
এই বুঝি এই আগুনের ঝলকানি সব পুড়িয়ে শেষ করে দিবে?
আচ্ছা তোমরা কি পার না, এই স্ফূলিঙ্গে এক ফোঁটা পানি এনে দিতে?
পার কি সব শান্ত করে দিতে?
না পার না,জানি পার না!
তবে কি বলতে পারো?  
ঠিক কতটা শক্ত হলে চোখের পানি টুকুও শুকিয়ে যায়?