মনের মধ্যে হাজারো অভিযোগ
চোখ বুঝি কথা কয়,
স্বজন হারানোর বেদনা তাদের-
হিয়া কোণে লুকিয়ে রয়।
ক্ষুধার জ্বালায় কাটছে দিন;
রাত পেরিয়ে ভোর ,
নিশ্চুপ বিশ্ব;অন্যায়কারী দেখায় তার-
ক্ষমতার কত জোর !!!
  পাষাণ হৃদয়-হিংস্র শকুন;
অত্যাচারীর ভক্ত,
নিরীহ-র বুকে পাড়া দিয়া-ইহুদীর দল কয়-
  "মরলে মরুক তাতে কি মোদের?
মোরা চাই রক্ত।"

ছোট্ট শিশু-মুখটা মলিন;
চোখে তার শত মায়া,
বধ্যভূমির ধ্বংসস্তূপে-
খুঁজছে মায়ের ছায়া ।

অন্ন-বস্ত্রের অধিকার কেড়ে নেয় অস্ত্রধারী,
নিজের জায়গা;নিজের দেশেই-
আজ তারা ভিখারী ।
টলোমলো চোখে তাদের-অভিযোগের পাহাড়,
কি করে দেবো মোরা এর প্রতিদান ?
অন্যায়ের বিচার করো হে রহমান।

ক্ষমা কর রব তুমি;মোরা নিরুপায় ।