আকাশ যখন জ্যোৎস্না্য় ঢাকা, বেলকনিতে পা মেলি্য়া চাঁদের সঙ্গে আমার দৃষ্টি বদল,
ঠিক তখন আমার তোকে মনে পড়ে।
বাসে যখন জানলার ধারে, হেডফোন কানে রবীন্দ্রনাথ,
ঠিক তখন আমার তোকে মনে পড়ে।
বন্ধুরা মিলে যখন হৈ হোল্লোড় সমুদ্র পাড়ে,
আমি তখন পা ভিজিয়ে একলা দাড়িয়ে   জলের দ্বারে,
তখন আমার তোকে মনে পড়ে।

ইচ্ছে করে জড়িয়ে ধরে সমুদ্রকে,
অশ্রু মাখি তার বুকে।
পাড়ায় যখন গানের আসর, শিল্পীরা ব্যস্ত সুরের বুলি আউড়াতে,
আমি তখন উন্মাদ হয় খুঁজতে তোকে গানের মাঝে।
শহরে যখন লোড শেডিং, হটাৎ হটাৎ বিদ্যুৎ চমকানি,
ঠিক তখন আমার মস্তিষ্ক জব্দ করে তোর কথামালার কাতরানি।
তুই ও বুঝি ভাবিস আমায় আমার মত করে?
ভাবতে ভাবতে কি তোর সিগারেট শেষ হয়ে হাতে লাগে উত্তাপ?
নাকি নতুন কারো উষ্ণ কথায়, উষ্ণ আদরে,
ভুলতে বসেছিস আমারে?