তার ফ্যাকাসে সরল মুখ
দুশ্চিন্তা্য় ভীত হওয়া চোখ।
তার শুদ্ধতম হাসি
তার বলা ভালবাসি।
তার আগলে রাখা বাহু
তার বক্ষে গাঁথা মোহ।
তার রং চায়ের চুমুক
তার অসময়ের কৌতুক।
তার আলসেমি স্বভাব
তার কথামালার অভাব।
তার ভুল গাওয়া গান
তার অকারণের অভিমান।
তার সন্ধ্যে বেলার আমি
তার অস্পষ্ট হামি।
তার সহজ স্বীকারোক্তি
তার ভালবাসার চুক্তি।
তার অনন্য প্রেমইন্দ্রি্য়
সে সবই আমার প্রিয়,
সে  সবই আমার প্রিয়,
সে সবই আমার প্রিয়।