বিশাল অন্ধকারের মাঝে তুমি এক উজ্জ্বল নক্ষত্র
তুমি আমার চৈত্র ভেদ করে ছুটে আসা বসন্ত।
তুমি শীতের প্রান্ত বেলার মতই স্নিগ্ধ,
তুমি জানালার উড়ন্ত পর্দার মতই প্রশান্ত।
সহস্র অস্বস্তির ভীড়ে তুমি এক নির্মল স্বস্তি,
তুমি আমার ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি। তুমি আমার কৈশোরের ডায়েরিতে যত্নে রাখা গোলাপের মতই মূল্যবান,
তুমি নব্বই দশকের চিঠিতে লেগে থাকা আবেগের মতই নিখুঁত।
তুমি আমার বন্ধ চোখে ছুটে চলা নেশাতুর তন্দ্রা,
তুমি সকল বেসামাল আবদারের গোপন ঠিকানা।
তুমি আমার খোপায় গাঁথা হলুদ বনফুল,
তুমি আমার করা সবচেয়ে প্রিয় ভুল।