মস্তিষ্কের ভেতর অনাবিষ্কৃত শব্দমালার তীব্র যন্ত্রণা
বন্ধ কোটরে ছলছল চোখেতে অতীত কল্পনা
শুষ্ক ঠোঁটের স্নিগ্ধ হাসিতে সুখের চেতনা
নির্জন ঘরেতে আসে যায় শব্দের আনাগোনা।
ঘুমন্ত শহরে নির্ঘুম রাত্রিতে এপাশ-ওপাশ
হৃদয়ে কেবল একটি পঙক্তি মিলানোর আশ্বাস
এভাবেই জন্মে থাকে এক-একটি নবজাতক কবিতা
আর পরম আনন্দে স্নান করি আমি কাব্য মিতা।