ঘুমহীন অন্ধকারে আজগুবি চৈতন্য
গলা টিপে ধরে অতীতের যত ভুল,
ধারালো নখে চিরে চিরে খায়
হৃদয়ের ধ্বংসাবশেষ।
ঘুমহীন অন্ধকারে কন্ঠ ভেদ করে
ছুটে আসে বোবা চিৎকার।
সাদা কাপড়ে মোড়ানো
নিজের দেহ দেখি বারংবার।
ঘুমহীন অন্ধকারে বুকের মধ্যে আগ্নেয়গিরি
উত্তাপে ঝ্বলসে যায় হৃষ্ট-পুষ্ট কণ্ঠনালী।
ঘুমহীন অন্ধকারে বরফের মতো
শীতল দেহ নিয়ে দাঁড়িয়ে থাকি বারান্দায়।
প্রিয় মানুষের সদ্য প্রস্থানে
শুন্য হৃদয় শোকে কাতরায়।
ঘুমহীন অন্ধকারে অদৃশ্যগামী যানে বসে
ঘুরে আসি ভবিষ্যতের দে্য়াল।
দেখি অলিতে গলিতে লেগে আছে
অতীতের মলিন পোস্টার।