এখানে ঠিক আগের মতোই কৃষ্ণচূড়ার মেলা বসবে।
ঝাকে ঝাকে তারা নিজেদের সৌন্দর্য বিছিয়ে দেবে প্রিয় বিজ্ঞান তলায়,
সদ্য প্রস্ফুটিত প্রেমে মগ্ন প্রেমিক তা যত্ন করে গুঁজে দেবে প্রেমিকার খুপা্য়।
এখানে ঠিক আগের মতোই বর্ষা আসবে, বৃষ্টি
নামবে।
পরম আবেগে কেউ কেউ তা করে নিবে আলিঙ্গন।
কেউ আবার উদাস দৃষ্টিতে করবে বৃষ্টি থামার অপেক্ষা।
এখানে ঠিক আগের মতোই শীত আসবে, বসন্ত আসবে।
এখানে ঠিক আগের মতোই উৎসব হবে, সভা হবে।
ঠিক আগের মতোই মিছিল হবে,
আগের মতোই প্রতিবাদ হবে, প্রাপ্তি হবে।
এখানে ঠিক আগের মতোই নবীনত্বের বাতাস বইবে।
এখানের সবকিছুই থেকে যাবে চিরনবীন,চিরসতেজ
সবকিছুই থেকে যাবে চির যৌবনা।
কেবল বৃদ্ধ হতে থাকব আমি আর আমার বন্ধুরা,
বদলাতে থাকবে আমাদের ঠিকানা।