নির্জনতায় বসে মগ্ন তুমি নীরবতার গানে
দৃষ্টি টেনে ধরে বলি, চেয়ে দেখ আমার পানে।
কি নিদারুণ যন্ত্রণায় কাতর আমার প্রাণ
এ যাত্রায় তুমি আমায় মুক্তি কর দান।
তোমার এই বক্ষ কারাগারে অসহনীয় উত্তাপ
সেই উত্তাপে ঝলসে যাওয়া আমার হৃদয়াবরণ
যদি মুক্তি না দাও তবে হবে এবার নিশ্চিত মরণ।
বল সজ্ঞানে করছ কেন এমন অমোঘ পাপ
তোমার এই বক্ষ কারাগারে অসহনীয় উত্তাপ ।
উত্তাপে উত্তাপে আমার নিঃশ্বাসে জন্ম নেয়া কষ্ট
পালাতে পালাতে আচমকা হয়ে যায় পথভ্রষ্ট।
বল সজ্ঞানে করছ কেন এমন অমোঘ পাপ
তোমার এই বক্ষ কারাগারে অসহনীয় উত্তাপ।
অতঃপর তুমি নীরবতার তন্দ্রা ভেঙে
দৃষ্টি জড়িয়ে আমার সঙ্গে
বললে,
প্রিয়তমা, এত উন্মাদ কেন তুমি বারংবার
যদি না জান তবে জেনে নাও এবার।
লোহ্য কারাগারে বন্দিনীর মুক্তি যায় কেনা
কিন্তু বক্ষ কারাগারে বন্দিনীর কখনো হয় না ক্ষমা।