আজ সব অন্যায়ে লিপ্ত
       চারিদিকে নফসের জয়গান
        অশ্লীল ভাষা শুনছে কান ;
চর্চায় চর্চায় মিথ্যা রপ্ত
         ভুলেছে সব সত্যের গুণোগান

কখোনো ক্ষমতার বড়ায়
       কখোনো বা নারীতে মগ্ন
       দিন শেষে নির্যাতনের লগ্ন
অহংকার তার চেহারায়
       অর্থের নেশায় শরীর নগ্ন

মুর্খরা করছে দেশ শাসন
            শিক্ষিত আজ তাদের গোলাম;
            কোথাই সেই হালাল - হারাম ?
সুদের টাকাই চলছে আসন
              যতটা গোলামী ততটা দাম ।

বাজারজাত পণ্যের উধ্বগতি
            আয় কম , শখ পূরণে ব্যয় বেশি
         করছে শোষণ! ধনীদের অট্য হাসি;
নিম্ন,মধ্যবিত্ত আজ স্থিতি ;
           এ কি উন্নয়ন নাকি দন্ডনীয় ফাসী ?

হুম! তোমাকেই বলছি এখন ;
                অমানুষ রুপী মানুষ যারা
                গড়ছো আইন ,ভাঙছো কারা ! (কারাগার)
কোন সে আইন গড়বে তখন?
                     ফুরিয়ে যাবে যখন সময়ের বেড়া।

টাকায় যেন গোলক ধাঁধা
                      টাকার পিছে ছুটছে জনে জনে;;;
                      সাদা কাপড় পড়বে যখন কাফনে
টাকার পাহাড় দিবেনা বাধা
                    ঠিকই! অবাধ্য নফস , বাধ্য হবে দাফন!