ঘন কালো মেঘ বেয়ে বৃষ্টি নামুক,
বৃষ্টি শেষে রংধনুতে আকাশ সাজুক।
আমি কলহ মুক্ত শান্ত আকাশ চাই;
চাই মন শীতল করা সুরের ঝংকার
সেই সুরে গড়তে চাই আমি নিজেকে;
ভঙ্গ করতে চাই গন্তব্যহীন দিশা!
লিখবো ফ্যাসাদ এর কালি রুখতে,
গড়বো ক্ষণে ক্ষণে ন্যায়ের পদচিহ্ন!
একাগ্রচিত্তে আকাশের দিকে চেয়ে-
-এ ক্ষুদ্র আমি, ভাবি ব্যর্থ কেন?
চক্ষুদ্বয়ের অগোচরে চাঞ্চল্য সবই;
অজস্র মায়াজালে বিভোর আমি
আমি মরীচিকার দুয়ার থেকে বলছি-
হিমু নয়, আমি সাজিদ হতে চাই।