ভালো লাগে না;  দাবানল-বুলেট, হিংস্র প্রাণী;
ভালো লাগে না;  অস্ত্র হাতে দুর্বৃত্তের হানাহানি।
ভালো লাগে না;  রাজনীতি, শোষণ, শাসন মন্ত্র;
ভালো লাগে না;  দুর্গন্ধে মেশানো রাজতন্ত্র।
ভালো লাগে না;  মনুষ্যত্বহীন চরিত্রবান কীট;
ভালো লাগে না;  একই মুদ্রার এপিঠ ওপিঠ।
ভালো লাগে না;  দাপটে আঘাতে ক্ষমতা হাছিল;
ভালো লাগে না;  রক্তে ভাসানো মৃত্যু মিছিল।
ভালো লাগে না;  অসৎ ব্যবসায়ীর শুশীল কথন;
ভালো লাগে না;  মুক্ত মঞ্চে নেতার মিথ্যা ভাষণ।
ভালো লাগে না; ভাইরাল সংক্রমণ যেন নেশার ঘোর;
ভালো লাগে না; দূষণে ভরা, দূষণে গড়া, দূষিত নগর।