সন্ধ্যার তিমিরে বসে আমি,
তোকে দেখি নেত্রের আকাশ জুড়ে,
একটু বুজলে হারিয়ে যাস
কল্পনার সেই প্রাকারের মাঝে।
তুই আমার সেই সন্ধ্যার অন্ঞ্জলী
তাইতো তোকে বলি করি
আমার চিত্তে রিস্ঠে।

দক্ষিনা পবনে তোর ঘোরে স্বপ্ন আসে
দেখি দড়া চীর গাত্রে দিয়ে
হাসছিস তুই ফুটন্ত কমলে
তুই এখনো সুনীল কিংবা তিলোত্তমা,
আমার সন্ধ্যার অন্ঞ্জলী।

চিকন চিকুর মাতিয়ে তুলিস
আমার গোশংকরিত মন
তখনি অন্তর প্রাচির খোঁজ করে
তোরী আলিঙ্গন,,,,,,,,

তুই আমার সন্ধ্যার অন্ঞ্জলী
বুনসুতো মালার প্রদিপ্ত
উদ্ভাসীনি,,,,,,,,,,,,,,,,,,,,,