চিবুকতার মাঝ থেকে বাড়িয়ে দিলাম হাত
অমানিষা আলোর সন্ধানে
হোকনা যে জ্বালাবি যখন
স্মৃতি বিজড়ীত আর্তনাদ।
বলবি তাতে বিষন্ন কিসের
তাকাবি যখন আলয়ের ফোকরে
দেখবি তখন তমসার প্রান্তরে
আমি আছি, যে যার মত করে
তবে থাকিস কেন বিষন্ন মনে।
অক্ষশটে সারাদিন নিহার বন্না আনিস
ঐ তাকিয়ে দেখ অজোরের
ধারায় বারি ঝরে।
যাছি যখন খুলে যাবে বদ্ধ প্রান্তর
প্রান্তর জুড়ে মনের আহলাদে
আনন্দের ছটা ছড়া
আমি আছি তোর পাচে
সারাটি জনম ধরে................