তুমি মায়াবতী,
জানকি তুমি,তোমায় ছাড়া
কতটা বিরহ রাত কাটায়,
জাননা!!!
জানতে চেস্টা করবেও না।
কোন অমানীষা আধার রাতে
ভাবলাম
তুমি কন্ঠনি:সৃত করে বলবে
প্রাণের চেয়েও ভালবাসি তোমায়।
বৃথা! বৃথা!! বৃথা আমার ভাবনা বৃথা!!!!
তুমি জাননা
তোমার গাত্রে মাখিয়ে দিয়েছি
আমার ফুসফুস নি:সৃত শ্বাস।
কোন এক আদিত্য ক্ষনে
আমি স্পর্শ করেছি
তোমার কুসুম চিকুর,
তোমাকে রামা করে নিয়েছি
আমার ভেতরের পিত্তথলির মাঝখানে
আমার অজান্তে,
আমি হয়ে আছি তুমি হীন।
তুমি মায়াবতী
জানকি তুমি,তোমায় ছাড়া
কতটা বিরহ রাত কাটায়???