মনে আছে কি তোমার?
আমাদের চাদনা তলার উপর দিয়ে
দ্রুত চলন্ত ট্রেণের মত গতিতে
বৃষ্টি ঝরেছিল অবিরাম
ছোটখাট রাজনীতিকের মত পাড়ায় পাড়ায়
জুড়ে দিয়েছিল অথৈয় স্লোগান।
রেইনকোট মাথায় দিয়েছিল হেঁটে
সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করার
ছোট ছোট প্রতিভার সোনামণিরা
তর্ক বিতর্কের আড্ডার লোকগুলো
ফিরে এলো ঘরে
সবার নানা আঙ্গিকের সব জিবণের
খুটি নাটি দুঃখবোধ সমষ্যায়
তবু প্রবল বর্ষণে কারো কিছু আসে যায় নি
কেননা সেদিন সারাদিন বৃষ্টি ঝরেছিল।
সর্বদা আকাশের গহীন অন্ধকার
বর্ষনে সানুনয় অনুরোধ
আমাদের এপাশ ওপাশ থাকতে হয়েছিল
আমাদের অন্তরে ভাবনা ভরা
পান্ডুলিপি লিখতে হয়েছিল।