বনের পাখি অনেক আগেই উজাড়
পাখির ছানা ধরতে মানা
হুদাই আরজ-গুজার।
শুকিয়ে মরে তিস্তা, তুরাগ, টিপাই
নদী বাঁচাও গদি বাঁচাও—
স্লোগান ধরে কী পাই?
জোছনা কাঁদে, কাঁদে সাজেক, পাহাড়
কলের ধোঁয়ায় বিষের ছোঁয়ায়
ক্লান্ত অবুঝ নাহার।
এই অবেলায় কাঠবিড়ালির মিছিল
পূর্বাকাশে সূর্য হাসে
কে বলে পথ পিছিল?
(৩০ ডিসেম্বর ২০১৫)