রিমঝিম রিমঝিম সুর মূর্ছনায়,

সুপ্রিয়ার মন আজ উড়ে হাওয়ায়!

প্রিয়তম চলে গেছে সুদূরের গাঁয়,

ভাবনায় ভেসে আসে নয়ন তারায়!

বৃষ্টি ভেজা এ লগনে ঘরে থাকা দায়,

হৃদয়টা শুধু যেন তাঁকে ছুঁতে চায়!

সময় কাটে না আর তাঁর অপেক্ষায়,

উচ্ছলিত চোখ দুটি জলে ভিজে যায়!

মধুময় রজনীতে মায়াবতী চাঁদ,

নিদ্রাহীন সুপ্রিয়ার বিরহের রাত!

ক্ষণে ক্ষণে মনে পড়ে সে কেনো তফাত,

নিশাচর পাখি বুঝি ধরে তাঁর হাত!

সবর হারা না হয়ে ভাবে সারারাত,

হয়তো আসিবে প্রিয় হলে সুপ্রভাত!
========@zh========