শ্রাবণের এমন মনোরম
ঘনঘোর বর্ষায়,
আনমনা মন আমার
বেঁধে রাখা দায়!

কখনো কখনো ভাসে
উতলা হাওয়ায়,
কখনো বেড়িয়ে আসে
দূর অজানায়!

কখনো বাষ্পিত হয়ে
দূরে উড়ে যায়,
কখনো মিশ্রিত হয়ে
মেঘে রূপ নেয়।

কখনো বৃষ্টি হয়ে
ধরায় ঝরায়,
কখনো ছুঁতে চায়
তাঁর আঁখি দ্বয়!

কখনো দূর আকাশে
মিশে নীলিমায়,
হয়তো বিমোহিত হয়
চাঁদের মায়ায়,
হয়তো খুঁজে তাঁকে
তারায় তারায়!

কখনো এগিয়ে যায়
তাঁর আঙিনায়,
হয়তোবা সাড়া দিতে
তাঁর ইশারায়,
হয়তোবা চায় পেতে
তাঁর মন ও হৃদয়!
======@zh=====