বর্ষণমুখর শ্রাবণ সন্ধ্যায়,
মন ভরে যায় 
সুমধুর ভাবনায়।

ভাবনাগুলো ছুটে বেড়ায়
দূরের কোন অজানায়,
আবার কেন্দ্রীভূত হয়ে
রূপ নেয়,
মিষ্টি মধুর কবিতায়।

কবিতার ছন্দে ছন্দে
সন্ধ্যা গড়িয়ে পরে রাতে,
রাত বাড়তে বাড়তে,
তোমাকে মনে পড়ে,
আর ইচ্ছে করে, 
সাত সমুদ্র পেরিয়ে
তোমার কাছে যেতে,
আর কাছের থেকেও কাছে,
তোমাকে নিবিড় করে পেতে। 

ইচ্ছে করে,
সাগরের জল কণার মত 
বাষ্পীত হয়ে,
আকাশে মেঘমেদুর হতে,
আর ধবলিত স্নো-ফ্লেক্স হয়ে,
তোমার চোখ, মুখ, মন, 
ও হৃদয় ছুঁয়ে দিতে। 
 
ইচ্ছে করে, 
ঘনীভূত মেঘের মত 
বৃষ্টিকণা হয়ে, 
ধরণীতে অঝোরে ঝরে পড়তে,
আর তোমার পুরো 
গা ভিজিয়ে দিয়ে,
হৃদয়ে শিহরণ জাগাতে। 

ইচ্ছে করে, 
বৃষ্টিকণা ও মাটির মিশ্রণের মত 
ভালোবাসার আলিঙ্গনে,
তোমার সাথে মিশ্রিত হতে,
আর গাংচিল ও শালিকের 
কোলাহল মুখরিত,  
কোন এক গহিন বালুচরে,
প্রেমের ইমারত গড়তে। 

ইচ্ছে করে,
একরাশ আলোকিত আশা
ও অফুরন্ত ভালোবাসা নিয়ে,
সারাক্ষণ তোমার কাছে থাকতে। 

আরও ইচ্ছে করে, 
একান্ত কাছে থেকে
তোমায় আরও ভালোবাসতে,
আর প্রেমের উর্বরতায়
ভালোবাসার ফসল ফলাতে। 
======@zh======