রাত বিরাতে পথে পথে
নীড় হারা সুনয়না,
স্বপ্নের ঘোরে স্বপ্ন হারিয়েছে,
হারিয়েছে নিজেকে!
কে ছিল সে? কে সে এখন?
কিছুই ভাবতে চায়না।

সুনয়না মফস্সল শহুরে মেয়ে,
নম্র স্বভাবী, বিনয়ী,
ছিল স্বভাবসুলভ জ্ঞানী,
ছিল সবকিছুতে আগ্রহী ও অগ্রণী,
এলাকায় সে ছিল মেধাবী মেয়ে,
পড়াশোনা ও খেলাধূলায়
ভাল করতো সহপাঠী ডিঙ্গিয়ে।

স্মার্ট, অধ্যবসায়ী সুনয়না,
আচার আচরণ ও মাধুর্যতায়
হয়েছিল সকলের চেনাশোনা,
হয়েছিল সকলের প্রিয়জনা।

হাসিখুশি সারাক্ষণ সুনয়না,
হয়েছিল অনেকের প্রেরণা।

আর তাঁর নির্ভয়ে চলায় বলায়,
জয় করেছিল সকলের হৃদয়।

সুনয়না পেয়েছিল বাবামায়ের
অফুরন্ত আহ্লাদ আদর,
কুড়িয়েছিল পাড়া প্রতিবেশীর
অশেষ প্রশংসা ও কদর।
সুখময় দিন ছিল সুনয়নার,
নিমিষেই পূরণ হতো
সবার কাছে সব আবদার।

ডিজিটাল যুগের ছোঁয়ায়,
পরিবার তাকে ডিজিটাল
ডিভাইস উপহার দেয়,
আর সেই থেকেই মনে হয়,
তাঁর স্বপ্ন বদলে যায়।

এক অদৃশ্য অজানা মোহ
হাতছানি দেয় তাকে,
পড়াশোনা ও খেলাধূলায়
হাল ছেড়ে দিয়ে
নিজেকে আড়াল করে রাখে।

সম্মোহিত সুনয়না, রঙিন স্বপ্ন দেখে,
বড় নগরের, বড় নাগর তাকে
কাছাকাছি যেতে ডাকে।

সুনয়না ক্ষণে ক্ষণে, মনে মনে,
জীবনের নতুন ছক আঁকে -
বড় নগরে যাবে,
যেথায় সে বড় সেলিব্রাটি হবে।

পরিবারের অমত এড়িয়ে,
বাড়ি থেকে পড়ে বেড়িয়ে,
কখনও স্বপ্নের সিঁড়ি বেয়ে,
কখনও কল্পনার মেঘে ভেসে,
সে স্বপ্নপূরীতে আসে।

নতুন শহর, নতুন পরিবেশ,
বুজতে পারেনা সুনয়না,
বন্ধুর কল্পিত ভালবাসা
কোথায় শুরু, কোথায় তা শেষ।

শুধু মনে পড়ে -
ভালবাসা নয়, ছিল অভিনয়,
ছিল নিষ্ঠুরতা, ছিল মুখোশ,
ছিল উপরি বেশ,
আর চেতনায় ফিরে দেখে,
তাঁর সবকিছু হয়েছে শেষ।

তারপরে শুরু হয়
পরাভূত জীবনের নতুন অধ্যায়,
নিজের উপর আজ
নিজেরই বড্ড ঘৃণা হয়।

রাত বিরাতে পথে পথে সুনয়না,
কাউকে বুঝাতে পারেনা
হৃদয়ে ভরা তাঁর যত যন্ত্রণা।

তাই মনে হয়,
কাউকে সে চিনতে না চায়,
আর মাঝেমাঝে শুধু তাঁর,
আত্মহননের ইচ্ছা হয়।
========@zh========