প্রকৃতির রঙে রঙে আলিঙ্গন করে,
শরতের স্নিগ্ধ রোদ আঙিনায় পড়ে।
ঊষা-জাগা পাখিদের সুর বাঁধা গানে,
ঘুম ভাঙ্গে ধরণীর, দোলা লাগে প্রাণে।
শিশির সিক্ত সকালে মধু আহরণে,
বিমোহিত ভ্রমরেরা উড়ে ফুল বনে।
মুখরিত গাছপালা মৃদু সমীরণে,
হিম শিহরণ লাগে হৃদয়ের কোণে।
মোহনীয় এ লগনে মেঘমালা ফুঁড়ে,
আকাশের নীলিমায় মন মোর উড়ে।
ভাবনায় তাঁরে আজ খুব মনে পড়ে,
যে রয়েছে অভিমানে, দূর বহুদূরে।
যার ত্বরে হৃদয়টা ছাই হয় পুড়ে,
নিদ্রাহারা দু'নয়ন নোনা জলে ভরে।
========@zh========