শারদীয় স্নিগ্ধ রাতে
মেঘলা আকাশ বেয়ে,
মিষ্টি মধুর দৃষ্টি নিয়ে
পূর্ণিমা চাঁদ চেয়ে।
এলোমেলো মেঘরাশি
উড়ে উড়ে চলে,
পূর্ণিমা চাঁদ আলো ছড়ায়,
মিট মিটিয়ে জ্বলে।
বৃষ্টিধারার বার্তা নিয়ে
কালো মেঘ উড়ে,
পূর্ণিমা চাঁদ ঢেকে রাখে,
আঁধারে রাত ভরে।
মেঘরাশি ঘুরে বেড়ায়
আকাশে বাতাসে,
বৃষ্টিকণায় রূপ নেয়
শীতল হাওয়ার স্পর্শে।
বাতাসের শীতলতায়
ভরে যায় মন,
এবার বোধহয় শুষ্ক ধরায়,
আসবে শুভক্ষণ।
=====@zh=====