মনে হয় চারিদিক জুড়ে মোদের
কঠিন প্রস্তরের বাঁধ,
শৃঙ্খলের বলয়ে আবদ্ধ মোরা
জীবন ভরা দুঃখ-বিষাদ।

ইচ্ছে হলেও পারিনা
চেনাশোনা নদীর স্রোতে
স্বাধীনভাবে ভাসতে,
ইচ্ছে হলেও পারিনা
ফাগুনের আগুন ছড়ানো
ফুলের মত প্রাণখুলে হাসতে।

কখনো চলমান পথে
স্থবির হয়ে থাকি,
কখনো শত প্রাঞ্জলতায়
চোখ মুখ বন্ধ করে রাখি,
কখনোবা অনিচ্ছাসত্ত্বেও
নির্বিকার হয়ে শুধু দেখি -
মা ও শিশুর জবরদস্তি
অসংসক্ত অন্তরীণ,
রাজপ্রাসাদের পাশের পল্লীতে
অভুক্ত মানব-মানবী নিদ্রাহীন।

আরোও দেখি - জগত জুড়ে
বাহুবলীর নিষ্ঠুর পদদলন
ও ষড়যন্ত্রের বেড়াজাল,
গণতন্ত্রের মুখোশে অপশাসনের
অন্যায়, অবিচার, দৈন্য ও ক্রান্তিকাল।

কেন যেন যা বলতে চাই
পারিনা তা বলতে,
যেদিকে মন ছুটে যায়
সেদিকে পারিনা চলতে।

কেন যেন যা করতে চাই
পারিনা তা করতে,
অধিকারী হয়েও যেন
পারিনা অধিকার ধরতে।

হয়তোবা সময়ের সাথে
মিলাতে পারিনা যথার্থ তাল,
হয়তোবা পারিনা বুঝে উঠতে
দুঃসময়ের নিষ্পেষণী হালচাল,
তবুও ভাবনায় স্বাধীন মোরা,
ভাবনাতেই খুঁজে বেড়াই
স্বাধীনতার সব স্বাদ ও সুফল।
=========@zh========