তোমার আঁধারে ঢাকা রাতে
আমার হয় আলোকিত দিন,
নির্বাক শূন্য দ্বৈত হৃদয়,
পথ চেয়ে থাকে অপেক্ষায়,
রাতদিন কাটে নিদ্রাহীন।
তোমার বেড়ে যায় রাত,
আমার কমে আসে দিন,
অসহন অপেক্ষার যন্ত্রণায়
রূঢ় বাস্তবতা হয় আরও কঠিন।
ইচ্ছের ফুলে ফুলে
গাঁথা হয়না প্রেম-প্রণয়ী মালা,
মন পুড়ে ছাই হয়,
বেড়ে যায় আরও
অপেক্ষার মরণ জ্বালা।
বেড়ে যায় অনাহূত ভাবনা,
বাড়ে আহত ভালোবাসার যাতনা,
অক্ষে অক্ষে ঘুরছে দুর্ভাবনা,
প্রকম্পিত হৃদয়ে বাড়ে কষ্টের কান্না।
এক প্রান্তরের সাথী
দিগন্তের সীমারেখায় বসবাস,
সমলয় হৃদয় সদা শুনতে পায়
ক্লান্তিকর নিঃশ্বাস প্রশ্বাস।
=======@zh=======