রূপসী বাঙলা তব অপরূপ রূপ!
কোথাও মিলেনা ওই রূপের স্বরূপ।
ষড়ঋতুর বিচিত্র সৌন্দর্য বাহার,
মধুর মিলন হয় গ্রীষ্ম ও বর্ষার।
শরতে, হেমন্তে থাকে প্রফুল্ল কৃষাণ,
শীতের শিশির বিন্দু কেড়ে নেয় মন।
সারাদেশ উচ্ছ্বাসিত বসন্ত আসিলে,
বারো মাস তব বুক ভরা ফুলে ফলে।
সুজলা সুফলা তব শ্যামল প্রান্তর,
পাখি ডেকে ভোরবেলা জুড়ায় অন্তর।
ভাবনায় দেখে তব মায়াবতী মুখ,
সুদূর প্রবাসে লভি অমৃতের সুখ।
বহুকাল এ প্রবাসে বিচরণ শেষে,
স্বস্তির প্রশ্বাস নেই তব বুকে এসে।
=========@zh==========