আমি পারিনা বলিতে
দেখেও অবিচার, অন্যায়!
আমি পারিনা চলিতে
পথেই পথ থমকে যায়!

আমি পারিনা বুঝিতে
জীবন পরিচালনার সহজ উপায়!
আমি পারিনা খুঁজিতে
গহীন অন্ধকার উৎকণ্ঠায়!

আমি পারিনা শিখিতে
সততা হারানো শিক্ষাব্যবস্থায়!
আমি পারিনা লিখিতে
ভাবনা হারায় লিপিকায়!

আমি পারিনা বাঁধিতে
বাঁধন ছিঁড়ে যাবার সংশয়!
আমি পারিনা কাঁদিতে
বুক ভেসে যায় বন্যায়!

আমি পারিনা ভাসিতে
নির্বিঘ্নে স্বীয় স্রোতধারায়!
আমি পারিনা আসিতে
নিজের মনের সব ইচ্ছায়!

আমি পারিনা ধরিতে
মনে হয় কিছুই আমার নয়!
আমি পারিনা করিতে
যা কিছু আমার মন চায়!

আমি পারিনা বহিতে
জীবনের আবিষ্ট সব দায়!
আমি পারিনা সহিতে
জবরদস্তি অন্তরীণ শাসনব্যবস্থায়!
========@zh========