কদিন ধরেই জমে রয়েছে
অযাচিত অনেক কাজ,
জানিনা অন্দরমুখী মনটা
এত কেন ছটফটে আজ?

হৃদয়ের মোড়কে রয়েছে বোধহয়
রঙিন স্বপ্নের কাব্যগাঁথা,
বলতে ইচ্ছে হয় সবই তোমায় -
নকশী কাঁথা! 

দেখি, আরও একটু গা এলিয়ে থাকো, 
নিঃশ্বাসে প্রশ্বাসে তার চঞ্চলা
হৃদয়ের অলিগলি একটু করে বুঝ,
বিষুবীয় ঝড়ের বলয়ে বলয়ে
নিদ্রাহীনকে তন্নতন্ন করে খুঁজো,
তারপরে না হয়, আমার হয়ে
কাছাকাছি তাকে ডাকো। 

আচ্ছা, বলতে পারো -
কেন এসেছিল সে অসময়ে?
যখন শুরু হয়নি স্বপ্ন দেখা,
বসতি ছিল নিজের মনের মাঝে শুধু মোর একা একা,
কেন আশার নীলাভ প্রদীপ
হৃদয়ে জ্বালিয়েছিল?
কেনই বা অকালে হারিয়ে গেল?
কেন এত ডাকে তাকে মোর
অগোছালো মন, প্রাণ?
কোন সুদূরের টানে
সে রয়েছে নির্লিপ্ত, ম্রিয়মাণ?

যদি না ই নিবে সে 
তার কোমল বাহুডোরে, 
কেন ভাবনায় সে
এত ভেসে আসে?
দিনে রাতে, বারেবারে!
কেন সময়ে অসময়ে 
হৃদয়ের ভাঁজে ভাঁজে বেঁধে রেখে,
সে এত ডাকে মোরে?
======@zh=====