এখন বসে আছি
দখিনের জানালা খুলে,
দখিনা সমীরণ
ছুঁয়ে ছুঁয়ে বলে -
জেগে আছে সে আজ,
সেজে ফুলে ফুলে।
জেগে আছে আজও সে,
যায়নি ভুলে।
এখন বসে আছি
দখিনের জানালা খুলে,
মিটিমিটি জোৎস্না
ছুঁয়ে ছুঁয়ে বলে -
ভেবো না সে রয়েছে,
হৃদয়ের মহলে।
ভেবো না সে আসবেই,
রজনী পোহালে।
এখন বসে আছি
দখিনের জানালা খুলে,
আকাশের নীলিমা
দু'নয়নে মিলে,
উড়ে যায় মন মোর,
ডানা মেলে মেলে;
ভিজে যায় বুক মোর,
নয়নের জলে।
=======@========