যেদিন আমি চলে যাব
বুঝবে তুমি বুঝবে,
অধীর হয়ে হয়তো সেদিন
এপার ওপার খুঁজবে।
হয়তো সেদিন শত স্মৃতি
শুধুই মনে পড়বে,
অঝোর ধারায় বৃষ্টি নেমে
চোখের নদী ভরবে।
হয়তো সেদিন বিষণ্নতায়
আর্তনাদ করবে,
হৃদয়ে বাঁধা স্বপ্নগুলো
দীর্ঘশ্বাসে ঝরবে।
হয়তো সেদিন আনমনে
পিছন ফিরে ডাকবে,
দুনয়নের তারায় তারায়
আমার ছবি আঁকবে।
হয়তো মনের মহাকাশে
শুধুই আমায় দেখবে,
অশ্রুজলে বুক ভাসিয়ে
স্মৃতিকথা লিখবে।
হয়তো সেদিন বাক হারিয়ে
মৌন হয়ে থাকবে,
বুকের মাঝে দুঃখের পাহাড়
আড়াল করে রাখবে।
=======@zh========