হেমন্তের মুখরিত সকাল বেলায়,

উচ্ছাসে মন বেড়ায় ঠান্ডা হাওয়ায়।

উদ্বেলিত কাশফুল শিশির ছোঁয়ায়,

সুখানন্দে মেতে উঠে ভরায় হৃদয়।

সকালের কাঁচা রোদ মেখে মেখে গায়,

মেঠো পথে রাখালিয়া বাঁশরি বাজায়।

সুরের মূর্ছনা রেখে স্মৃতির পাতায়,

অকাতরে আনমনে সুর তুলে যায়।

ধান ক্ষেত জ্বলে ওঠে সোনালী আভায়,

দিনভর কৃষাণেরা হাসি মুখে রয়।

সুরভিত রাত আসে চাঁদের মায়ায়,

মায়াবতী চাঁদ ঢাকে মেঘের ছায়ায়।

নিদ্রাহীন পাখি ডাকে ঊষার আশায়,

ফুলকলি ফুটে উঠে খুশিতে ভাসায়।
=======@zh=======