উজ্জীবিত হও, হে যুবক!
মুছে ফেল যত হতাশা,
বুকে বাঁধো লক্ষ আশা,
সততার নৌকায় তোলো পাল,
শক্ত করে ধরো হাল
আর অবসান করো সমাজের
পঙ্কিলতার নির্মম কাল।

দুর্নীতি ও দুষ্কৃতিতে দেশ কলুষিত আজ,
হিংসা বিদ্বেষের আগুনে জ্বলছে সমাজ।

দেশ ও সমাজের ভার এখন তোমারি,
তুমিই রোধক, তুমিই দূর্দিনের কাণ্ডারী।

সোনালি স্বপ্ন দেখো, হে যুবক!
হয়োনা আর স্বপ্নহীন,
হও ক্রিয়াশীল, নীতিবান
ও নিষ্কলুষ স্বার্থহীন,
আর ন্যায়ের পতাকা উড়িয়ে
জাগিয়ে তোলো নির্লিপ্ত
ও অবচেতন আসমান জমিন।

উজ্জীবিত হও, হে যুবক!
তোমার সুকৃতিতে রচিত হবে
সমাজ ও সংগঠন,
তোমার দৃঢ়তায় প্রতিষ্ঠিত হবে
আইন শৃঙ্খলা ও সুশাসন,
ধরিত্রীতে রবে তুমি চিরঅম্লান,
কখনো হবেনা তোমার কর্ম ম্রিয়মাণ।
=========@zh=======