লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।
ভালো বাসতে গিয়ে পথ হারিয়ে পথ ভ্রষ্ট পথে
আমি ছুটছি তো ছুটছি
অলৌকিক কত কি দেখছি
কত শত বন, করে চলেছে উজার মানুষ সারাক্ষণ
পারিনি করি সন্ধি, আমি বন্দী, দু'চোখে শুধু দেখছি।
এক আকাশে তারার মেলায়, ঝলোমলো আলোর খেলায়, কখনও বা আঁধার কালো
কখনও বা বৃষ্টি ঝরে, আগুনের গোলা মাটিতে পড়ে
কত শত লোক তাতেই মরে, দয়া মায়া হীন অন্তরে, কেউ না কারো খোঁজ করে?
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, হয়নি আজও কারো হুঁশ
ন্যয় অন্যায় মানে না যারা
বিভৎস রূপে হয় হাজির কঠিন আত্মারা
নিজের ভুঁড়ি, ভরবে বলে করে চুরি,
সম্ভ্রমী যত মানুষ, সুযোগ পেলেই খায় ঘুষ
অসম্মান তাই করছে তাদের স্ত্রী ও সন্তানেরা।
আমি ভালোবেসে খুঁজেছি যারে, সে থাকে দূরে দূরে
কখনও বা আসে, তবে দূর থেকে হাসে,
ধূম্রজাল সৃষ্টি করে, হৃদয়ের গহ্বরে,
রাজত্ব করে ত্রাসে।
আমি ভালোবেসে অজানা পথে চলছি ছুটে
অচেনা যে বাগিচায়, আছে সে ফুলটি ফুটে
ফুল তো নয় অপ্সরী সে
হৃদয় আমার জয় করেছে
স্রষ্টা তুমি বিরাগ হয়ে, আমার থেকে
ওকে কভুও নিওনা লুটে।