লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।
তুমি এখনো কি বুঝোনি, শীতে কেন ঝরে না শিশির কণা?
আলোরও নেই কেন আনাগোনা
বৃষ্টির মাঝে যার হয় সমাপ্তি, সেও কেন থাকে আনমনা?
তোমার বন্ধু যে ক'জন, ঝগড়ায় কাটে সারাক্ষণ
নেই কারো সাথে কারো সম্ভাষণ
অগোচরে একে অন্যকে দোষে, এ নিয়ে আছে অনেক গুঞ্জন!
প্রাণীদের মাঝেও আছে অনেক ভালোবাসা
মানুষের মাঝে তা যায় না করা আশা
স্বার্থই হলো তাদের ভালোবাসার পরিভাষা।
গুনিজন করে শুধু রাজা প্রজাদের দোষগুন নিরীক্ষণ
এ নিয়ে চলে তাদের, আলোচনা সারাক্ষণ
পারেনা বলে উপায়, কি করে হবে দেশের মানুষ নিয়ন্ত্রণ।
সন্ধিতে বলে বিশ্বাসী, অথচ অনেকেই কর্মেতে সন্ত্রাসী
কারো নেই ঠোঁটে হাসি
ওরা স্বার্থের দ্বন্দ্বে হয় সর্বগ্রাসী।
ওদের নিজেদের মাঝে ভাব , ওরা অভ্যস্ত খাটাতে প্রভাব
অথচ, চারদিকে হা হুতাস আর খাদ্যের অভাব
তবুও দ্বন্দ্ব, হয়না সন্ধি, পাল্টে না কারোই ঝগড়াটে স্বভাব।
তোমার বন্ধুদের যত চাহিদা মেটে, বাড়ে আরও আকাঙ্খা
খেটে খাওয়া মানুষের মেটে না ক্ষুধা, বাড়ে ক্ষুদার্থের সংখ্যা
অথচ চারিদিকে চলছে বেড়ে গুম, খুন আর অশ্লীলতা'র আশংকা।
শুনেছো? তোমার বন্ধুদের মেটেনা ক্ষমতার লিপ্সা হয়না কারো হুশ
কথাও কাজে রয়েছে একে অন্যের প্রতি রোষ
প্রমানে সচেষ্ট তাঁরাই নির্দোষ, জনগণ তাই করে আফসোস!