লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।
তুমি ছিলেনা যখন, আমিও খুঁজিনি কারণ
আকাশটা হঠাৎ হয়ে গেলো কেন স্তব্ধ?
পাখিরাও করেনি কোন শব্দ
আমি জব্দ, হার মেনেছে আমার সকল জ্ঞান লব্ধ।
ভালবাসি বলে মুখে কত কথা বলা-বলি
করেছি কত হাসাহাসি,
সেই ভালোবাসাও দিলো ফাঁকি, ছলো ছলো আঁখি
বুঝেছি ভালবাসা নয়, এ এক স্বপ্নগ্রাসী।
তুমি ছিলে না যখন, ভেবেছি সারাক্ষণ
আমি কী কখনোই ছিলাম, যোগ্য তোমার মতন?
ভালোবাসার ডোরে বেঁধেছো মন
পারোনি তবুও করো বন্ধুর যতন, এ কেমন ছিলো আয়োজন?
তুমি ছিলে না যখন দিনের আলোতে
কত কী হয়েছে আমার সাথে, যদি জানতে!
তুমি কাঁদতে, প্রখর উত্তাপ আমার মাথার উপরে
ভর করেছিল মগজ গলাতে।
তুমি ছিলে না যখন রাতের আঁধারে
তারারাও হাসেনি সে রাতে, ছিলো আকাশে বসে
আমার পথ চলায় ছিল না চাঁদ, ভেবেছি সেটিও এক ফাঁদ
আমি থমকে যাইনি কারণ__
পথে দিয়েছিলো আলো, জোনাকি এসে।
দিন,রাত গেলো, গেলো মাস, বছর
কমেনি আমার বুকের ভিতরে বইছে যে ঝড়,
এক একটি দিন যায়, বর্ষার জল দু'চোখ ডুবায়
তবুও তুমি আসনি, হওনি আমার দুঃখের সহচর।
তুমি কখনোই ছিলে না আমার
সময় লাগেনি তেমন, এ কথাটি বোঝার,
জানি মিলন হয়, সবুজের সাথে সবুজ আত্মার
সেটি ছিলোনা তাই ধোকা খেয়েছি বারবার।