লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।
শুনছো হিমা? আজকাল তোমায় যায়না পাওয়া
হঠাৎ করে যাও হারিয়ে, কে জানে কোন পিঞ্জরে
আটকে রাখে, পারো না ছুটতে তখন আমার ডাকে
তবুও তুমি ছুটছো একা, জানিনা কোন মোহের ঘোরে?
আকাশ পাতাল ভাবছি কত
পাইনি হিসাব আমার মত,
বিজলী দেখে ভাবছি তখন
হাসছো তুমি অবিরত।
সন্ধ্যা রাতের ধ্রুবতারা
আমায় করে চোখ ইশারা,
ভালোবাসার ছোঁয়া নিতে
যাইতে বলে কাছে ওরা।
আমি তখন বললাম তোমায়, বল্ললে তখন আমায়
কোত্থাও যাবেনা তুমি, কিশের তোমার দায়?
আমি তো আছিই তোমার হৃদয় মাঝে
সুখ দুখঃ সকল সাজে, খুঁজবে যখন যেথায়।
শুনে আমি দিশেহারা
রূপে গুনের নেই চেহারা
আর কেউ বুঝুক নাই বা বুঝুক
আমি তো বুঝি, আমি কত শূন্য কপট সর্বহারা।
তুমিও জানো, আমায় বুঝো
বুঝেও কেনো ছুটছো দূরে
আমাকে একলা রেখে, নানান কথার ইন্দ্রজালে
ভুলিয়ে ভালিয়ে রাখছো ঘরে, একা আমায় বন্দি করে।
শুনছো হিমা?